আবার লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন!

derai train in UP


পাব্লিক রিপোর্টার ঃ দেশে এইসময় ক্রমাগত ঘটে চলেছে রেল দুর্ঘটনা। রেল দুর্ঘটনা এখন এক দৈনন্দিন খবর হয়ে উঠেছে। সূত্রের খবর অনুযায়ী উত্তরপ্রদেশে গতকাল ভোর-রাত্রে রেলের আটটি বগি লাইনচ্যুত হয়। এটি রেল দুর্ঘটনার জায়গায় একটি বড় জায়গা নিতে পারতো।
শুধুমাত্র ওই বগিগুলি খালি থাকার কারণে তা বলা হচ্ছে না। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায় নি শুধুমাত্র বগিগুলি খালি থাকার কারণে। কিন্তু এই দুর্ঘটনা রেলওয়ে অপারেশনের উপর অবশ্যই বেশ বড় প্রভাব ফেলেছে। খবর অনুযায়ী দুর্ঘটনা গ্রস্ত ট্রেনটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

উত্তরপ্রদেশের রামপুরে এই ট্রেনটি একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বলে মনে করা হচ্ছে। গত বুধবার রামপুরের ধানোরা স্টেশনের কাছে এই প্যাসেঞ্জার ট্রেনের ৮ টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি রিপেয়ারিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এমতাবস্থায় দুর্ঘটনা টি ঘটে। সেই কারণেই ট্রেনটিতে কোনো প্যাসেঞ্জার ছিল না। 
এই দুর্ঘটনায় সতিশ চন্দ্র নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। রাত ১২ টা ৩০ থেকে এই দুর্ঘটনার কারণে মুরাদাবাদ-বেরেলি রেলওয়ে লাইন সম্পূর্ণ ভাবে বন্ধ। তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই তা চালু করা যাবে। ওই রুটের সমস্ত ট্রেন কে মুরাদাবাদ- চান্দউসি-বেরেলি রুট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এর সাথে সাথেই যে পশ্চিমবঙ্গের আর একটি ট্রেন ইঞ্জিন থেকে তার ২১ টি বগি আলাদা হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ট্রেন নাম্বার ২২৫৯২ ব্যাঙ্গালোর এক্সপ্রেস এর ২১ টি বগি তার ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেছে। এই ঘটনাতেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মদ্রিহাট এবং রঙলিভানা রেলওয়ে স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। এবিষয়ে এখনো পর্যন্ত আর অধিক কোনো খবর পাওয়া যায় নি।