ইন্টারসিটি এক্সপ্রেসে বোমা হামলা

 grened on train

পাব্লিক রিপোর্টার : আসামে আবার আক্রান্ত ট্রেন। ইন্টারসিটি এক্সপ্রেস কে লক্ষ করে ছোঁড়া হল বোমা। আসামের উদালগুড়ি তে কামাখ্যা - ইন্টারসিটি এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি তে গ্রেনেড হামলা হয়। 
এখনও পর্যন্ত পাওয়া এএনাই এর খবর অনুযায়ী কামাখ্যা ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসের এই বিস্ফোরণের ঘটনায় ১১ জন গুরুতর আহত হয়েছেন।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে যাত্রীবাহী ট্রেনে হামলা

অন্যদিকে আসামের শিবসাগর জেলার ডিমৌতে হওয়া গ্রেনেড হামলায় ২ জন প্রাণ হারিয়েছিলেন । এছাড়াও এর আগে বেশ কয়েকবার এই রাজ্যে হিংসার শিকার হয়েছিল যাত্রিবাহী ট্রেন। যেমন ২০০৮ সালে আসামের ডিপুতে ট্রেনের উপর যে হামলা হয়েছিল তাতে শিশু সহ ২ জন প্রাণ হারিয়েছিলেন এবং ৩০ জনের উপর আহত হয়েছিলেন।

আজ আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হল।
এই ঘটনায় ওই রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা জড়িত আছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে।

*ছবিটি প্রতীকী।