১০০% ক্যাশব্যাক দিচ্ছে জিও প্রতি রিচার্জে


diwali offer jio
চারদিকে চলছে উৎসবের মরশুমের সেল। অফারের বন্যায় ভেসে যাচ্ছে গোটা দেশ। বাদ নেই টেলিকম কোম্পানিগুলিও। এমনিতেই চরম প্রতিযোগিতা টেলিকম সেক্টারে। দীপাবলীর আগে আবার গ্রাহকদের ১০০% ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করল জিও। কোম্পানি জানিয়েছে ১৪৯ টাকার বেশি সব রিচার্জে পাওয়া যাবে ১০০% ক্যাশব্যাক।

বিশদে জানুন

এছাড়াও লম্বা ভ্যালিডিটির ১৬৯৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে জিও। এই প্ল্যানে জিও প্রিপেড গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করতে পারবেন। কোম্পানির আর সব প্ল্যানের মতোই এই প্ল্যানেও থাকবে এনলিমিটেড কল আর দিনে ১০০ টি SMS এর সুবিধা। জিও জানিয়েছে ১৬৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এর সাথেই গ্রাহকরা জিওর সব প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পারবেন।

Jio Diwali Offer 2018


এর সাথেই ১৪৯ টাকার বেশি যে কোন রিচার্জে ১০০% ক্যাশব্যাক দিচ্ছে জিও। ১৪৯ টাকার বেশি যে কোনও রিচার্জের সঙ্গে ক্যাশব্যাকের সুবিধা মিলবে রিলায়েন্স ডিজিটাল কুপনের মাধ্যমে। মাই-জিও অ্যাপের মাধ্যমে জিও প্রাইম মেম্বাররা এই সুবিধা পাবেন। যে কোনও রিলায়েন্স ডিজিটাল স্টোরে ৫০০০ টাকার কেনাকাটায় এই কুপন ব্যবহার করা যাবে। ৫০০ টাকার বেশি প্ল্যান রিচার্জ করলে একাধিক কুপন মিলবে। এক সঙ্গে সর্বাধিক দু’টি কুপন ব্যবহার করা যাবে




মাইজিও অ্যাপ এর মাই কুপন বিভাগে এই কুপন পাওয়া যাবে। Bookmyshow, Google Play, Cleartrip আর Google এ কেনাকাটায় এই কুপন ব্যবহার করা যাবে। এছাড়াও Western Digital, Seagate আর Sony হার্ড ডিস্ক, Samsung আর Lenovo ট্যাবলেট এবং Xiaomi আর Samsung স্মার্টফোন কেনার সময় এই কুপন রিডিম করা যাবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব কুপন ব্যবহার করতে হবে। আথলে এই কুপনগুলির বৈধতা শেষ হয়ে যাবে।