এবার প্রতারণা ৫০০০ কোটি টাকা
বিজেপি শাসিত রাজ্য গুজরাটের ওষুধ সংস্থার মালিক নীতিন সান্ডেসারা ৫০০০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ নিয়ে দেশ ছেড়ে পালালেন। তিনি দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৫০০০ কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। দেশের গোয়ান্দা দের ধারণা তিনি নাইজেরিয়ায় গা-ঢাকা দিয়েছেন।
প্রধানমন্ত্রী গালভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমাতায় এলেও দেখা বাস্তবে কোনো প্রতিশ্রুতিই রাখতে পারেন নি। কালো টাকা দেশে ফেরানো তো দূর অস্ত উলটে অভিযোগ উঠছে যে, দেশের বিভিন্ন ব্যাঙ্কের প্রচুর পরিমাণ টাকা আত্মসাৎ করে একশ্রেণীর অসাধু শিল্পপতি দেশের বাইরে গা-ঢাকা দিচ্ছেন মোদী-মন্ত্রীসভার সদস্যদের সাথে যোগসাজশে।
নীরব মোদী ও মেহুল চোকসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই একই পদ্ধতিতে দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন।
গত সপ্তাহে শোনা গিয়েছিল নীতিন দেশ ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে গা-ঢাকা দিয়েছেন। আরব আমিরশাহী বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে, পরে জানা যায় খবরটি মিথ্যা। নিশ্চয়ই এই খবরটি কোনো উদ্দেশ্য নিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এ ব্যাপারে সিবিআই ও ইডি জানিয়েছে যে নীতিন আরব আমিরশাহীতে নেই, সম্ভবত তিনি নাইজেরিয়ায় রয়েছেন। তবে এ সম্পর্কে এখনো তাঁরা নিশ্চিত নন।
গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী অন্ধ্র ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, এস বি আই, এলাহাবাদ ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মোট ৫০০০ কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা গায়েব করে দিয়েছেন এই ওষুধ সংস্থার মালিক নীতিন সান্ডেসারা।
নীতিন ওষুদ সংস্থা ছাড়াও স্টারলিং বায়োটেক লিমিটেড, স্টারলিং পোর্ট লিমিটেড, পি এম টি মেশিনস লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামক বেশ কয়েকটি সংস্থার মালিক।
নীতিনের সঙ্গে তার ভাই চেতন সান্ডেসারা ও শালী দীপ্তিবেন সান্ডেসারাও দেশ ছেড়ে নাইজেরিয়ায় পালিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নীতিনের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা । ৪০০০ একর জমি ও ২০০ টি ব্যাঙ্ক একাউন্ট, বেশকিছু দামী গাড়ি সহ অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।
নীতিন সান্ডেসারা ঠিক কোথায় রয়েছেন , সে সম্পর্কে এখনো নিশ্চিত নন গোয়েন্দারা।
প্রশ্ন উঠছে ক্ষমতায় আসার আগে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত সমাজের স্বপ্ন দেখিয়েছিলেন মোদী কিন্তু কার্যত ঘটছে একদম তার উল্টোটা । কাজে ও কথায় মোদীর যে মিল নেই তা বারে বারেই প্রমাণিত হচ্ছে।


0 Comments