ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস সিস্টেম (UPI) তে বড়ো পরিবর্তন 

new rule for upi

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস সিস্টেম (UPI) যেটা কিনা ডিজিটাল ট্রান্সাক্সান কে গতিযুক্ত করার সবচেয়ে পছন্দের সরকারি মোবাইল এ্যাপ বলে পরিচিত। তার কার্যপ্রণালীর সাথে যুক্ত হতে চলেছে বেশ কিছু সরকারি নিষেধাজ্ঞা ।
এই নতুন নির্দেশিকা অনুযায়ী আপনি কেবলমাত্র ১০ জন কেই টাকা ট্রান্সফার করতে পারবেন, তার বেশি নয়। এই নির্দেশিকা সেই সব মানুষদের জন্য একটা বড়ো ঝটকা যাঁরা এই এ্যাপটির মাধ্যমে বেশ বড়ো মাত্রার টাকা ট্রান্সফার করে থাকেন।
শুধুমাত্র UPI নয়, BHIM, Google Pay এবং Paytm একাউন্ট অসুবিধার সম্মুখীন হচ্ছে UPI এর সাথে টাকা আদানপ্রদান এর ক্ষেত্রে।
আগে এখানে কোনোরকম বাধা ছিল না, একজন যত খুশি, যেখানে ইচ্ছে টাকা পাঠাতে পারতেন। এই পেমেন্ট গেটওয়েরর নির্মাতা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর মতে এই বিধিনিষেধ এর ফলে প্রকৃত UPI আদানপ্রদান আরো উৎসাহ পাবে।
একটি সার্কুলার এর মাধ্যমে NPCI জানিয়েছে যে তারা ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিবর্তন করেছেন UPI এ্যাপের ফ্রড এবং রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা ২১ শে অক্টোবর থেকে কার্যকরী করা হয়েছে। এই নতুন পরিবর্তনে একটি ব্যাঙ্ক একাউন্ট এ কেবলমাত্র প্রতিদিন ১০ টি আদানপ্রদান বরাদ্দ করা হয়েছে। যেখানে পূর্বে ২০ টি পর্যন্ত আদানপ্রদান বরাদ্দ ছিল।


কারা এর থেকে মুক্ত? 

তবে NPCI এর নতুন নির্দেশিকা তে এটা আশ্বস্ত করা হয়েছে যে এই লিমিটেশন কেবলমাত্র জনপ্রতি ১০ প্রতিদিন। মানে একটি ব্যাঙ্ক একাউন্ট এর ক্ষেত্রেই প্রযোজ্য। যদি একজনের একটির বেশি ব্যাঙ্ক একাউন্ট থেকে থাকে এবং সেগুলি যদি একটি মাত্র মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি ১০ টির বেশি আদানপ্রদান করতে পারবেন।
ধরা যাক কারো যদি ৪ টি ব্যাঙ্ক একাউন্ট একটি মোবাইলের সাথে লিঙ্ক করা থাকে তাহলে তিনি UPI এর মাধ্যমে ৪০ টা ট্রান্সাক্সান করতে পারবেন।
নতুন এই নিয়ম একাধিক মার্চেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেউ যদি অনলাইন কেনাকাটায় UPI এর মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে না। মানে একাধিক বার UPI মাধ্যমে পেমেন্ট করতে পারেন যখন আপনি অনলাইন কেনাকাটা , ফুড অর্ডার, ক্যাব পেমেন্ট ইত্যাদি করবেন।