পাব্লিক রিপোর্টার : গত বছর ঠিক আজকের দিনেই ইন্দোনেশিয়ার এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৫৪ জন কর্মী। আজ আবার সেই দূর্ঘটনাটির পুনরাবৃত্তি হল আমাদের দেশে।
আবার বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন কম্পক্ষে ৭জন বাজি কর্মী। আহত আরো ৪ জন। দীপাবলির আগেই শুক্রবার এই ভয়ঙ্কর দূর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউনেতে।
বিস্ফোরণ ঘটামাত্র প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌছে যায় দমকল বাহিনী। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। কারখানার ভিতরে কেউ আটকে আছেন কিনা সেই খোঁজও চলছে।
সূত্রের খবর অনুযায়ী প্রায় ভস্মীভূত কারখানার মধ্যে এখনো একজন কর্মী ভিতরে আটকে আছেন। এবং তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করছেন দমকলকর্মী রা।
বাদাউনের এই ভয়ানক বিস্ফোরণ এর খবর শোনামাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তিনি জেলা প্রাশাসন কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
*ছবিটি প্রতীকী
*ছবিটি প্রতীকী


0 Comments