KOLAGHAT Train accident

Public Reporter: ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মীর৷ মোহন মান্না নামের ওই ব্যক্তির বয়স ৪৮ বছর৷ বাড়ি কোলাঘাটের বাগিচা গ্রামে।

কেটিপিপির অস্থায়ী কর্মী ছিলেন মোহনবাবু। বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে৷ হাওড়া থেকে খড়গপুরগামী লোকাল ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
মেচেদা রেল স্টেশন থেকে ৮০০ মিটার দূরে চিমুটিয়া গ্রামের কাছে রেললাইন পারাপার করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে৷ রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনায় কোলাঘাটের বাগিচা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।