Nagerbazar fire

শনিবার সাতসকালে আগুন লাগে কলকাতার নাগেরবাজারের একটি ঝুপড়ি এলাকায়। বহু মানুষ তাদের মাথা গোঁজার অবলম্বন টুকু।

শনিবার সকালে আগুন লাগে দমদমের নাগেরবাজার এলাকায় এবং ভস্মীভূত হয়ে যায় বহুমানুষের সহায় সম্বল।
নাগেরবাজারের হরিনগরের ১১ নং মনসাবাড়ির ঝুপড়ি এলাকায় লাগে এই আগুন। সেখানেই অবস্থিত ছিল ওই ঝুপড়ি গুলি। এই ভয়ঙ্কর আগুনে ভস্মীভূত হয়ে গেছে প্রায় আটটি ঝুপড়ি। যাদের আর কিছুই অবশিষ্ট নেই। প্রচুর সামগ্রী পুড়ে ছারখার হয়ে গেছে।
তবে মন্দের ভাল এই যে আজকের এই আগুনে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।

তিনটি দমকলের ইঞ্জিন দ্বারা এই আগুন আয়ত্বে আনেন দমকলকর্মীরা। ঠিক কি কারণে এই আগুন লেগেছিল সে ব্যাপারে দমকলকর্মীরা কিছু জানাননি।


# ছবি প্রতীকি