এনকাউন্টারে মারা গেল হায়দ্রাবাদের পশু চিকিৎসকের ধর্ষকরা ?

hyderabad rape

পাব্লিক রিপোর্টার : হায়দ্রাবাদের তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে শুক্রবার ভোররাতে তিনটে থেকে চারটে নাগাদ তদন্ত চলাকালীন পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত তখনই করতে বাধ্য হয় পুলিশ । এবং তখনই সেখানেই মারা যায় ওই চার অভিযুক্ত।


Encounter
--ছবিটি প্রতীকী 
নিহত হয়েছে মোহাম্মদ আরিফ, নবীন,  চিন্তা ঘন্টা ,চেন্নাকেশব নামের এই অভিযুক্ত ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালাতে যায় বলে দাবি করেছে পুলিশ তখনই চালাতে হয় গুলি ঘটনার তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করা কাজ করছিল পুলিশ তখনই তাদের নিয়ে যাওয়া হয় এনএইচ ৪৪ এ যেখানে তরুণীকে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করে তারা।